প্রতিষ্ঠানের ইতিহাস

জনাব আলহাজ্ব আবুল হাশেম হাওলাদার ১৯৫২ সালে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধার নির্দশন স্বরূপ ১৯৫২ সালে বাধাল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭৮ সালে বাধাল আর্দশ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে তিনি তার জীবন সায়াহ্নে নিজ নামে একটি টেকনিক্যাল কলেজ এবং একটি শিশু সদনসদর(হাসপাতাল) করার অভিপ্রায়ে গত ইং- ৩০/০৫/১৯৯০ তারিখে তাঁর স্বত্ত দখলীয় সম্পত্তি থেকে শরণখোলা থানাধীন ৩নং নলবুনিয়া মৌজার এস,এ ২২৩,৪৬৪ নং খতিয়ানে এস,এ দাগ নং- ৮৭৩,৮৭১ যাহার জরীপ খতিয়ান নং ১২৩৮ দাগ নং- ১৬৯০ থেকে ১.৭৯ একর জমি শরণখোলা সাব-রেজিঃ অফিসে ১৫৩৩ নং এককেত্তা নিরূপন দলিল ‘‘আলহাজ আবুল হাশেম শিশু সদন ও ইন্ডিষ্ট্রিয়াল ট্রেডস্কুলের’’ নাম সম্পাদন করেন। দলিল সম্পাদন কালীন সময়ে দাতা জনাব আবুল হাশেম হাওলাদার সাহেবের পঞ্চম পুত্র এ্যাড. মোঃ শহীদুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেন পেশাগত কারণে এ্যাড. শহীদুল ইসলাম দেশের বাহিরে থাকায় প্রতিষ্ঠানটির কার্য্যক্রম স্থবির হয়ে পড়ে। ১৯৯৮ সালে জনাব, আবুল হাশেম হাওলাদার সাহেব পরলোকগমন করেন।

দীর্ঘ পরিক্রমার পর এ্যাড. জনাব মোঃ শহীদুল ইসলাম পিতার (মরহুম আবুল হাশেম হাওলাদার সাহেবের) অসিয়ত পুরনের লক্ষ্যে তার মৃত্যু বার্ষিকীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনের মাধ্যমে ০৮/০৬/২২ তারিখে মরহুমের শেষ ইচ্ছার প্রতি শ্রদ্ধায় নির্দশন স্বরূপ ‘‘আলহাজ্ব আবুল হাশেম পলিটেনিক ইনিস্টিটিউট’’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপনের উদ্দোগ গ্রহণ করেন। জনাব এ্যাড. শহীদুল ইসলামকে সভাপতি হিসাবে কার্য্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়।

user
  • এ্যাড. মোঃ শহীদুল ইসলাম

  • সভাপতি
  • জীবের মধ্যে সবচেয়ে সম্পূর্ণতা মানুষের। কিন্তু সবচেয়ে

  • আরও পড়ুন

প্রাতিষ্ঠানিক কার্যক্রমের অনুমতি

  • ৩০ আগষ্ট, ২০২৩

    প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি প্রদান

    ৩০ আগষ্ট, ২০২৩ তারিখে আলহাজ্ব আবুল হাসেম পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠার অনুমতি প্রদান করা হয়।

  • ০৪ জুন, ২০২৩

    আলহাজ্ব আবুল হাসেম পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমতির জন্য আবেদন।

    ০৪ জুন, ২০২৩ তারিে আলহাজ্ব আবুল হাসেম পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমতির জন্য আবেদন করা হয়।

গ্যালারি

Photo Gallery

Video Gallery

আলহাজ্ব আবুল হাশেম পলিটেনিক ইনিস্টিটিউট

*সততা *শৃঙ্খলা *সুরক্ষা *দক্ষতা *আধুনিক প্রযুক্তি।

Copyrights © 2025 HASEMPI. All rights reserved.

Developed With: FrogBID Digital Technology